আমার লেখক দরকার যদিও জানি সবাই নিজ নিজ ব্লগ
নিয়েই বাস্ত তবেও কেউ যদি আমার ব্লগে লিখতে ইছুক হন তাহলে আমি তাকে আমার
ব্লগে লিখতে অনুমতি দেব । তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আছে শর্ত খুব একটা
কঠিন না । আমি এমন একজন লেখক চাই যে প্রযুক্তি বিষয়ে মোটামোটি জ্ঞান রাখে ।
তাহলেই বুঝতেই পারছেন আপনার লেখা হতে হবে একটু ভালো এবং পরিস্কার যাতে
পাঠক দের ভালো লাগে । ব্লগার নিয়ে লিখতে হবে এমন কোন কথা নাই তবে ব্লগার বা
পিসি নিয়ে লিখলে বেশি ভালো হয় ।
আপনি যদি উপরের শর্ত গুলো মেনে লিখতে চান তাহলে
আমার সাথে যোগাযোগ করুন । তবে হা এই লিখার জন্য আমি কোন ধরনের টাকা দিব না
আপনার যদি মন চাই লিখেব মন না চাই লিখবেন না কোন বাধা ধরা কিছু নাই । আর
পাচটি ব্লগের মতো আমার ব্লগ এতো জনপ্রিয় নাই এবং ভিজিটর ও অনেক নাই তাই ভেবে
চিন্তা করে নিবেন । যাই হোক আপনি যদি এখানে লিখতে চান তাহলে নিচে ফেসবুকে আমার সাথে যোগাযোগ
করুন । ধন্যবাদ ।
যোগাযোগ ফেসবুক
↓
ফেসবুকে যোগাযোগ করতে সমস্যা হলে নিচে কমেন্ট
বক্সে কমেন্ট করে যানাতে পারেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । ২৪টিউনবিডি এর সাথেই থাকবেন ।
No comments:
Post a Comment
আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোষ্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না। তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে!! ধন্যবাদ